নেত্রকোনার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।
প্রধান অতিথি ভোক্তা অধিকার আইন সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব বন্ধে আইনের পাশাপাশি জনগণের সচেতনতা সৃষ্টি প্রয়োজন। নাগরিক হিসেবে একজন নাগরিক রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা ভোগ করা সাংবিধানিক অধিকার।
তবে অন্যান্য সব অধিকার থেকে কিছুটা ব্যতিক্রম ভোক্তার অধিকার বলে তিনি জানান।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া সার্কেলের এএসপি জুনাইদ আফ্রাদ, ডাঃ শরিফুজ্জামান, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন,কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামিরুল হক,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।
এসময় উপজেলার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঁইয়া, কামরুজ্জামান খান সোহাগ, এনামুল কবীর খান, ফজলুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমানসহ সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
-বাবু/এ.এস