সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাশেম গ্রেপ্তার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:১১ PM
ফেনীর সোনাগাজীতে ধর্ষণের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি মো. আবুল কাশেম (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার একটি বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৩।

কাশেম সোনাগাজী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গত ১৪ জুলাই তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন হলেন আবুল কাশেম।

জানা জায়, ২০০৩ সালে নবাবপুরে সনাতন ধর্মের কিশোরী গনধর্ষণের শিকার হয়। সেই ঘটনার মামলায় গত ১৪ জুলাই নারী শিশু আইনের ৯(৩) ধারায়  তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক উসমান হায়দার। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, সোনাগাজী মডেল থানায় হস্তান্তরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত