মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
খালেদা জিয়াকে দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে: আইনমন্ত্রী
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:৩৮ PM
খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চার’শ এক ধারায় দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে তিনি এখন মুক্ত চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেক ছয় মাস পর যেটা বৃদ্ধি করা হচ্ছে তার অবস্থা বিবেচনা করেই করা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল হক।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেডে) বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আইন মন্ত্রী আনিসুল হক এসময় আরও বলেন,আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও সরকার তার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা, করোনা ভাইরাস এবং সেই সাথে খালেদা জিয়ার পরিবার বলেছেন তিনি অসুস্থ সে কারণে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন যাতে করে শ্রমিকরা ভালো থাকতে পারেন বলেও বলেন তিনি। এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত