সরাইলে পণ্যবাহী ট্রাকের চাপায় এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে সরাইল নাসিরনগর সড়কের সরাইল উপজেলার বড্ডাপাড়া ফায়ার এন্ড সিভিল কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারুইজীবী গ্রামের রফিকুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৭)। নিহত রাসেল স্থানীয় কালিকচ্ছ বাজারে সততা ফিড এন্ড পোল্টি ফার্মের ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ বলেন, সকালে রাস্তায় বিকট শব্দ শুনে কার্যালয় থেকে বের হয়ে দেখি মোটর সাইকেল চালক সড়কে পরে আছে। এবং ট্রাকটি নাসিরনগরের দিকে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাবু/এসআর