বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রায়পুরে নিখোঁজ বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
মো. আজম, রায়পুর
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৪:১০ PM আপডেট: ২১.১০.২০২২ ৪:১৩ PM
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যাক্ত পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামের এক প্রতিবন্ধি বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। গত ১৭ দিন আগে এই প্রতিবন্ধি বৃদ্ধা তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের দু'দিন পর বৃদ্ধার ছেলে মো. ফিরোজ তাদের মা'কে উদ্ধারে-এলাকায় মাইকিং ও রায়পুর থানায় সাধারন ডায়েরি করেছিলেন ।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ফরাজি বাড়ীর নারায়ন অধিকারীর পরিত্যক্ত পুকুর হইতে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। নিহত বৃদ্ধা-উদমারা গ্রামের ফরাজি বাড়ি) ২নং ওয়ার্ডের মৃত আবদুল কাদের ফরাজির স্ত্রী বলে তথ্য পাওয়া যায়। দক্ষিণ চরআবাবিল ইউপির চেয়ারম্যান নুরে আলম জিকু জানান, সকালে এলাকাবাসী পরিত্যাক্ত পুকুরে ওই বৃদ্ধ নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংবাদ পেয়েই তাৎক্ষণিকভাবে হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনসহ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত