সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:০৮ PM
‘আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই আলোচ্য সূচিকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়াতেও জাতীয় নিরাপত্তা সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বগুড়া জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, নিরাপদ সড়ক দিবসে আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলাচল করতে হবে। হোক তিনি চালক কিংবা পথচারী। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক মঈনুল হাসান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, (হাইওয়ে) আবু হায়দার মো. ফয়জুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, আন্তঃ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত