ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নূর আলম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী বড় গাঙ্গাইল এলাকা থেকে বিজিবি জওয়ানরা তাকে আটক করে।
নূর আলম উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট গ্রামের নূরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি মনিয়ন্দ ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম।
এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকের পর বিজিবি বাদী হয়ে শনিবার দুপুরে করা মামলায় নূর আলমকে কারাগারে পাঠিয়েছে আখাউড়া থানা পুলিশ।
বাবু/জেএম