রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বীর মুক্তিযোদ্ধা এসকে সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:২৮ PM
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা এস কে সিদ্দিকুর রহমান তালুকদার (৭২)। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

শনিবার (২২ অক্টোবর) বাদ জোহর মসজিদ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা এস কে সিদ্দিকুর রহমান আখাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদ তালুকদারের বড় ভাই। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত