রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২:৪৫ PM

ঢাকার কেরানীগঞ্জে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিন্দী ইউনিয়নে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন এর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরারুল হাসান আশু, তথ্য ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন খোকন, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন।

ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহজাহান মৃধা, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি এমারত হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সুইডেন, শুভাঢ্যা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়া কর্মীসভায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত