ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) বিকালে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের বাধানুবাদ হয়। সেখান থেকে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিল। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
-বাবু/এ.এস