শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
শনিবার ১৬ আগস্ট ২০২৫
রাত পোহালেই বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, শুরু এখন ভাগ্য নির্ধারণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৩:৩৫ PM

দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ অক্টোবর ২০২২ রোজ সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে বারহাট্টা উপজেলার প্রতিটি রাস্তাঘাট সেজেছে নতুন সাজে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সকল জল্পনা কল্পনা গ্রুপিং-লবিং পিছনে ফেলে সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হবে। দুটি পদের জন্য প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিগত কমিটির সিনিয়র ও বর্ষীয়ান অনেক নেতাসহ নতুন অনেক মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলিয়ে ডজন খানেক নেতা-কর্মী পদপ্রার্থী।

সম্মেলনকে ঘিরে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজ চলছে। গোটা উপজেলা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। শুভ কামনার পোস্টারে শহরের ভবনগুলোর দেয়ালও ফাঁকা নেই। নির্মাণ করা হয়েছে প্রতিটি সড়কে শত শত তোরণ। রাতে অনেক ভবনে আলোকসজ্জার ও ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ন প্রস্তুত সম্মেলন স্থল। চা-স্টল গুলোতে আলোচনার ঝড় বইছে কে আসছেন এ উপজেলার আওয়ামী লীগের দায়িত্বে।

সর্বশেষ ২০০৩ সালে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজিজুর রহমান খান সভাপতি ও কাজী আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তারা। এ কমিটির মেয়াদ উত্তীর্ন্ন হয়ে একটানা দেড় যুগ কাটিয়ে দেন। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান,বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম,বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবির খোকন, প্রবীণ আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তালুকদার, ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু,বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা আসমত মোল্লা, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ,আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ প্রমূখ।

বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দলের মধ্যে দেখা দেয় দলীয় কোন্দল লবিং-গ্রুপিং। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নতুন কমিটি দাবী করেন সকল সদস্য বৃন্দ।

মেয়াদ উত্তির্ণ হয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ দুই কমিটির পরিচয় নিয়ে চলছে এখন পর্যন্ত। দলের নেতাকর্মীর মাঝে সৃষ্টি হয় গ্রুপিংয়ের।

দলীয় সূত্র জানায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোমবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ও সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল,কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি,কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। 

উপজেলাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জনগণ তাদের প্রিয় নেতাকে সবসময়ই এসব ব্যাপারে ছাড় দিয়ে থাকেন। স্বৈরাচার এরশাদ সরকারের শাসনকালে আশির দশকের সময় ও অনেক নির্যাতনের শিকার হন এই গুণী নেতা। 

প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে এসে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। চলমান রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এসব প্রতিশ্রুতি পূরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের এক প্রবীণ নেতা এই প্রতিনিধিকে বলেন, আমি সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে রেখে তাদের পাশে থেকে দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।

সভাপতি প্রার্থী মাইনুল হক কাসেম বলেন,সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে চলছি। আর এই পথে আমার সবচেয়ে বেশি প্রয়োজন দল ও জনগণের সহযোগিতা। দলের শক্তিকেই জনগণের স্বার্থে কাজে লাগাতে চাই আমি। ব্যক্তিগত বৈষয়িক লালসার ঊর্ধ্বে শুধুমাত্র দলের ভালবাসা নিয়ে। উপজেলা আওয়ামীলীগের এই অনুকরণীয় রাজনীতিক নেতা আরও বলেন, আমি চাই, আমার নির্বাচনী উপজেলার সকল লোকজন যেন আমাকে খুঁজতে না হয়। আমার খোঁজে কাউকে যেন আমার বাসা পর্যন্ত যেতে না হয়। আমিই যেন সবার বাড়ি বাড়ি গিয়ে সবার খোঁজখবর রাখতে পারি। এটাই সবসময়ই চেষ্টা করি। আমি সবসময়ই দলের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতে চাই।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবির খোকন বলেন, বলেন, দীর্ঘদিন পর ২৪ অক্টোবর ২০২২ ইং রোজ সোমবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতা কর্মীদের মাঝে নতুন প্রাণ ফিরে আসছে। ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে  উপজেলা আওয়ামী লীগ আরও সু সংগঠিত হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বলেন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা আবার উজ্জিবীত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন একটি উৎসবে পরিনত হয়েছে। এই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করবেন বলে আমি আশা করি। 

উপজেলা আওয়ামীলীগের একটি বিশেষ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৪ অক্টোবর ২০২২ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সংগঠিত ও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে দলের দুঃসময় থেকে শুরু করে এখনও তারা সাধারণ কর্মী হিসাবে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদী ত্যাগী নেতাদের দলীয় হাইকমান্ড মূল্যায়ন করবেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত