নেত্রকোনার কেন্দুয়ায় শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত আটটায় কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির যুব কমিটির আয়োজনে কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরে যুব কমিটির সভাপতি সুমন দেবনাথের সভাপতিত্বে শ্রী শ্রী শ্যামা পূজা পালন করা হয়।
শ্যামা পূজায় শুসেন সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক তালুকদার কনক, কেন্দুয়া সরকারি কলেজ প্রভাষজ বদিউজ্জামান বকুল, উপজেলার মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া, কেন্দুয়া মন্দির কমিটির সভাপতি ডা.দিলীপ পোদ্দার, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক ও ছড়াকার জিয়াউর রহমান জীবন প্রমূখ।
শ্যামা পূজায় গান পরিবেশন করেন, বিখ্যাত বাউল শিল্পী আব্দুস ছালাম সরকার, টিভি ও বেতার শিল্পী প্রদীপ পন্ডিত, সুশেন চন্দ্র সাহা, বাউল নকুল মিয়া, পলাশ সরকারসহ স্থানীয় শিল্পীবৃন্দ ।
-বাবু/এ.এস