সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
সোমবার ২৮ জুলাই ২০২৫
দাউদকান্দিতে মাদরাসার এতিম ছাত্রদের কল্যানে
৭০ হাজার টাকা অনুদান দিলেন শরিফ দেওয়ান
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১:০৫ PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি দারুল উলূম গাউছিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম অসহায় শিক্ষার্থীদের কল্যানে ৭০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছে ওই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী সৌদিআরব প্রবাসী মো. শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান)।

জানা যায়, আজ সকালে মাদ্রাসা গিয়ে পরিদর্শন ও এতিম ছাত্রদের খোজ খবর নেন তিনি এবং নগদ ৭০ হাজার টাকা অনুদান দেন। এসময় উপস্থিত ছিলো, মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মহিউদ্দিন আল কাদেরী, মাদ্রাসার শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ শাহিন কাদির, কাউয়াদি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষক আমিনুল ইসলাম, খোরশেদ আলম, রাজনৈতিক মিলন খন্দকার প্রমূখ।

এসময় শরিফ দেওয়ান বলেন, প্রত্যেক বিত্তবান মানুষের উচিৎ সমাজের এতিম অসহায় মানুষের পাশে দাড়ানো। এতিম ছাত্রদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আপনারাও সহযোগিতা করবেন সেটাই কামনা করছি।

মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মহিউদ্দিন আল কাদেরী বলেন, শরিফ দেওয়ান অত্যন্ত ভালো মনের মানুষ। তিঁনি সৌদিআরব থাকাকালীন মাদ্রাসার উন্নয়নে অনেক সহযোগিতা করেছি। আজকেও ৭০ হাজার টাকার অনুদান দিয়েছে। ওনার মতো করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় শিক্ষার্থীদের কল্যান বয়ে আসবে।

-বাবু/এ.এস 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত