বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
সীতাকুণ্ডের জলসা হোটেলে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:০১ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদর বাজারে জলসা শেরওয়ানি পাঞ্জাবির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের পাঞ্জাবি ও শেরওয়ানিসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জলসা হোটেলের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, দুপুর ১টার দিকে জলসা হোটেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেন তিনি। এদিকে, অগ্নিকাণ্ডের পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মডেল থানার পুলিশ ও বাজার কমিটির নেতৃবৃন্দরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, এটি মুলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বলে জানান জলসা হোটেলের মালিক আবুল কালাম। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত