শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ডোমারে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৫৬ PM
নীলফামারীর ডোমারে ছিন্নমূল মানুষের জন্যে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা প্রদান ক্যাম্প করা হয়েছে। ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথ ভাবে ক্যাম্পটির আয়োজন করেন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর এর ডিজিএম মো. জাকির হোসেন ফিতাকেটে উদ্বোধন করেন। এসময় ফরাজ হোসেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানাজার হুমায়ুন কবীর রোহান, সিনিয়র ডেপুটি ম্যানাজার ওয়াহেদুজ্জামান, গোমানাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরাজ হোসেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানাজার হুমায়ুন কবীর রোহান জানান চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের একদল অভিজ্ঞ চিকিৎসক ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের উদ্দেশ্য হল, পিছিয়ে পরা ও সুবিধাবঞ্চিত মানুষ যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যাতে চিকিৎসার অভাবে কোন মানুষই অন্ধ হয়ে না যায়। তিনি আরো জানান, উক্ত ক্যাম্পে মোট এক হাজার ৮৬ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে  একশত ৬৫ জন ছানি রোগী, তিনশত ৭৮ জন চশমার রোগী সনাক্ত করা হয়।

এছাড়াও দুইশত ৯১ জন রোগীকে চশমা প্রদান করা হয় ও অবশিষ্ট ৮৭ জন রোগীদের আগামী ৩ নভেম্বর গোমনাতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চশমা প্রদান করা হবে। এবং পাঁচশত ৪২ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামীদিন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর নিয়ে অপারেশন করা হবে। উক্ত চক্ষু শিবিরটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেনের স্বরণে আয়োজন করা হয়। ফারাজ মানবতার জন্য যে অসম্ভব সাহস দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। পহেলা জুলাই ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী আক্রমণের সময় জঙ্গীরা বাংলাদেশী মুসলমান হিসেবে ফারাজকে মুক্ত করে দেয়ার কথা বললেও তিনি তার বন্ধুদের জন্য তা প্রত্যাখ্যান করেন এবং চরম আত্মাহুতি প্রদানের মাধ্যমে সাহসীকতা, মানবতা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বের যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়। ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় উক্ত চক্ষু শিবিরের সফলতা কামনা করে বলেন, “প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের দৃষ্টিশক্তি ফেরানোর প্রয়াস চলমান থাকবে”।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত