ভাঙা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে তিন টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের খাস মহল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ আদেশ দেন।
এসময় অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করে খাল উন্মুক্ত করে দেয়া হয়। দেলোয়ার হোসেন মৌডুবি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল। জানা গেছে, ইউপি সদস্য কয়েকবছর ধরে খালের দুটি কার্লভাট সামনে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে পানিপ্রবাহ বন্ধ রয়েছে। যার ফলে কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। খাস খাল উন্মুক্ত করা বিষয়ে স্থানীয়রা জাতীয় নদীরক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি চালাচালি করেছেন বলেও জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাল, খাস জমি ও নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
বাবু/জেএম