শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৫:৩৪ PM আপডেট: ২৬.১০.২০২২ ৫:৩৬ PM
বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের সহযোগী বাবু মিয়া (২৪) ও বাসযাত্রী মাহাবুব তালুকদার (৩৮)। মাহাবুব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আদমদীঘি উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল দুটিতে বাসের ধাক্কা লাগে। এরপরই বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি বাসের ধাক্কায় সামনে গড়িয়ে গিয়ে আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দুর্ঘটনায় বাস হেলপার ও বাসযাত্রীর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত