রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পদ্মায় ডুবে গেছে ১৩টি নৌযান, আসেনি কোনো উদ্ধারকারী জাহাজ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১২:৪০ AM
মাদারীপুরে শিবচরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে পদ্মা নদীতে ১৩টি নৌযান ডুবে গেছে। মালিকপক্ষের লোকজন স্থানীয় ডুবুরি দিয়ে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন। তবে বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়নি। এছাড়াও আসেনি কোনো উদ্ধারকারী জাহাজ।

এ ঘটনায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এতে কেউ নিখোঁজ নেই। ডুবে যাওয়া নৌযানগুলো কাঁঠালবাড়ী ঘাটের চ্যানেলে রাখলে দুর্ঘটনা এড়ানো যেত বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার গভীর রাতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে পদ্মা নদীর শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় নোঙ্গর করে রাখা ৬০০ মেট্রিক টন ইউরিয়া সারসহ এমভি সালসাবিন, ৫০০ মেট্রিক টন সারসহ এমভি কাঁঠালবাড়ী, ৬ হাজার ৫০০ বস্তা আমান সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সেভেন রিং সিমেন্টসহ আলিফ-৩, ১০ হাজার বস্তা আকিজ সিমেন্টসহ সামির অ্যান্ড মোহাম্মদ, ৯ হাজার ৫০০ বস্তা ফ্রেস সিমেন্টসহ এমভি আর এন এন্টারপ্রাইজ, ৮ হাজার ৫০০ বস্তা প্রিমিয়ার সিমেন্টসহ এমভি মোহাম্মদীয়া-৪, ৬ হাজার বস্তা বসুন্ধরা বীর সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮ নামক নৌযানসহ অন্তত ১৩টি নৌযান ডুবে যায়।

৮টি নৌযানের মালামালের তথ্য পাওয়া গেলেও বাকি ৫টির মালামালের তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আকিজ সিমেন্টের মালিক সামির হোসেন বলেন, জাহাজে থাকা কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্থানীয় ডুবুরি দিয়ে বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে জাহাজ খোঁজার কাজ করছি। মালামাল আপাতত মনে হচ্ছে সব নষ্ট হয়ে গেছে। এখন জাহাজ উঠাতে পারলেই হবে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন মোল্লা বলেন, যেখানে নৌযানগুলো ডুবেছে, এটা পদ্মা নদীর পার। এখান থেকে দুই কিলোমিটার দূরে কাঁঠালবাড়ী ঘাটের চ্যানেল। যদি ওই চ্যানেলে নৌযানগুলো রাখতো তাহলে এতো বড় ক্ষতি হতো না। একটি গ্রুপ অব কোম্পানির অডিট কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৬০ লাখ টাকার সিমেন্ট পানিতে ডুবে গেছে। এগুলো সবই নষ্ট হয়ে গেছে। এখনো বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি না আসায় আমরা স্থানীয় ডুবুরি দিয়ে জাহাজগুলো শনাক্তে কাজ করছি।

শিবচর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানুর আলী বলেন, উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত