বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
একেই মঞ্চে সকল জল্পনা কল্পনার অবসান
দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:৪০ AM

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৭ বছর পর (২৬ অক্টোবর) বুধবার রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কমিটি ঘোষণা করা হয়েছে, তবে আলোচনা সমালোচনা রয়েই গেল(২৫ অক্টোবর) কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছিল দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, বুধবার রাতে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

(২৫ অক্টোবর) দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক সুসং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিউল আলম চৌধূরী নাদেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খান,।(২৫ অক্টোবর) দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,যুগ্ন সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, ইফতেখার উদ্দিন মাসুদ, শামসুর রহমান ভিপি লিটন সহ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে (২৬ অক্টোবর) বুধবার কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

বুধবার (২৬ অক্টোবর) কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে একেই মঞ্চে দ্বিতীয় অধিবেশন শেষে বুধবার রাতে কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে উসমান গনিত তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে হাজী শফিকুল ইসলাম শফিক এর নাম ঘোষণা করা হয়েছে এবং এদিকে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলাম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তৃতায় জননেতা শফিউল আলম চৌধূরী নাদেল বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নতুন করে কমিটি দেওয়া হয়েছে এই কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

খোঁজ নিয়ে জানা যায়, শফিউল আলম চৌধূরী নাদেল তার দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা ও জেলায় ছুটে বেড়িয়ে সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করে তৃণমূল বঙ্গবন্ধু'র আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় দীর্ঘ ৭ বছর পর (২৫ ও ২৬ অক্টোবর) বুধবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এরকম অন্যান্য সকল ইউনিটে কমিটি তৈরি করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পর এই বিশেষ বছর ২০২২ সালের মধ্যে তিনি এসকল ইউনিটের নেতৃবৃন্দকে নতুন কমিটি উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার সকাল ১১.১০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বেলা ৪টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এবং তখন কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের সিভি জমা নেওয়া হয়। এবং একেই মঞ্চে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় বুধবার রাতে।


-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত