ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ র্যালি ও কেক কেটে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বিপরীতে উপজেলা বি.এনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট সারোয়ার জাহান ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন ফরিদের নেতৃত্বে এ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে জেলা যুবদলের সদস্য আরমান শরীফ ও যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এসময় র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবী এবং পাশাপাশি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জোর দাবীও জানান তারা।
-বাবু/এ.এস