নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসেন আজাদ ফৌজদার সভাপতির পদ পেয়েছেন। সদ্য বিলুপ্ত কমিটির উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন আজাদ (ফৌজদার), এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইসলাম উদ্দিনের নাম ঘোষণা করা করা হয়েছে। যদিও আনোয়ার হোসেন আজাদ ফৌজদার ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী তিনি হয়েছেন বর্তমান কমিটির সভাপতি।
বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি প্রকাশ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে নেতা-কর্মীদের অনেকেই নবগঠিত কমিটি সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। তাঁরা বলছেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ ফৌজদার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও সভাপতি পদ পেলেন। একেই বলে ভাগ্য।
এদিকে নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। পোস্টে অনুমোদনপত্রও প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৬ অক্টোবর) কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা মাল্টিপারপাস কাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ওই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেলের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। দীর্ঘ ৭ বছর পর নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়,এ যেন এক মিরাক্কেল।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং সভাপতি পদে ৪ জন প্রার্থী ছিলেন। তবে নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন আজাদ ফৌজদার, যদিও তিনি হতে চেয়েছিলেন সাধারণ সম্পাদক কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস হয়ে গেলেন সভাপতি। যদিও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় ১ নম্বরে দেখা যাচ্ছে আনোয়ার হোসেন আজাদ ফৌজদারের নাম।
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চন্দন বিশ্বাস বলেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি নির্ধারণের জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেলের ওপর দায়িত্ব ন্যস্ত করে। তিনি ময়মনসিংহ বিভাগের দলের অভিভাবক হিসেবে এবং তাঁর অভিজ্ঞতা থেকে পর্যালোচনা করে এই কমিটি ঘোষণা করেছেন। আমি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দল যাকে পছন্দ করেছেন তাকেই দায়িত্ব দিয়েছেন। আমার আর কিছু বলার নেই।
-বাবু/এ.এস