‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলায় সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্দোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর থানা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লীক, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম