মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিএনপির গণসমাবেশ
মঞ্চে মির্জা ফখরুল, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩:৪০ PM আপডেট: ২৯.১০.২০২২ ৩:৫০ PM
রংপুরে বিভাগীয় গণসমাবেশ শুরুর প্রায় দুই ঘণ্টা পর সমাবেশস্থলে এসে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। দুপুর ১টা ৫০মিনিটে সমাবেশস্থলে এসে মঞ্চে উঠে দলীয় নেতা-কর্মীদের হাত উঁচিয়ে অভিবাদন জানান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন।

এদিকে সমাবেশস্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে কালেক্টরেট ঈদগাহ মাঠ। উচ্ছ্বসিত নেতা-কর্মীদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হচ্ছে। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর আজ রংপুর বিভাগীয় শহরে দলটির এটি চতুর্থ গণসমাবেশ।

এদিকে দুপুর ২টায় বিভাগীয় এই গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগে দুপুর পৌনে ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়। এখন দলের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বিভাগীয় এ গণসমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিকের বেশি নেতা-কর্মী রংপুরে এসেছেন। অনেকেই সমাবেশস্থল ছাড়া রংপুর মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, স্কুলমাঠ, ক্লাব মাঠে অবস্থান নিয়েছেন। সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। গণসমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সঞ্চালনা করছেন সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত