সিরাজগঞ্জের জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রত্যাশিত সিরাজগঞ্জ' এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার ( ৪ নভেম্বর) উল্লাপাড়া উপজেলার রিয়া-রুপন শিশুপার্কে পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী এক অনুষ্ঠান মালার আয়োজন করে অনুষ্ঠানের শুরুতেই সকালে কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ সারোয়ার হোসেন,গীতা পাঠ করেন প্রভাষ মাহাতো পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শাহাদত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক জনাব শামীম হাসান, বাঘাবাড়ি ( পিডিবি'র) সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সামসুল আলম,সংগঠনের সহ-সভাপতি মোঃ রাসেল সরকার, সাধারণ সম্পাদক নূর-এ আজম সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসমাঈল হোসেন রুবেল,সদস্য কাওছার আহমেদ,যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, স্বেচ্ছাসেবী সংগঠন শুখপাখির পরিচালক রজব, সিরাজগঞ্জে মানবতার দেয়াল এর উদ্ভাবক টুক্কু আক্তার। এছাড়াও এদিন সংগঠনটি কাজের স্বীকৃতি স্বরূপ ৩ টি ক্যাটাগরিতে ৭ জনকে সম্মাননা স্মারক প্রদান করেন, সংগঠনটির কাছ থেকে যারা সম্মাননা স্মারক পেয়েছেন তারা হলেন মোঃ ইসমাইল হোসেন রুবেল ( কোষাধ্যক্ষ ) , মোঃ শাহাদত হোসেন ( নির্বাহী সদস্য) শ্রেষ্ঠ সংগঠক, প্রকৌশলী মাহবুবুল হক ( সদস্য), প্রকৌশলী মোঃ আরিফুর রহমান ( উপদেষ্টা) শ্রেষ্ঠ দাতা সদস্য, মোঃ রাসেল সরকার ( সহ-সভাপতি), গোলাম মোস্তফা রুবেল ( সিনিয়র স্টাফ রিপোর্টার যমুনা টেলিভিশন) শ্রেষ্ঠ মিডিয়া সহযোগী, মোঃ মাহবুবুল ইসলাম পলাশ ( বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত) শেষ্ঠ পরিবেশ কর্মী ২০২২।
পরে কেক কেটে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয়। দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয় প্রীতি ভোজ শেষে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
-বাবু/এ.এস