শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কুলিয়ারচরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১০:৩৯ AM আপডেট: ০৬.১১.২০২২ ৩:৪৯ PM

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহত কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার মধুয়ারচর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন। এছাড়াও অটোরিকশারচালকসহ গুরুতর আহত হন চারজন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজনকে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে৷ প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত