শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
জলসিঁড়ি পাঠকেন্দ্রে শিক্ষার্থীদে মাঝে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বই বিতরণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২:৪১ PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, নেত্রকোণা কালেক্টরেট স্কুলে জলসিঁড়ি পাঠকেন্দ্র নামক পাঠাগারের উদ্যোগে, ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, ৫০ কপি বই প্রতিটি বই দশ টাকা মূল্যে বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) বিকালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস মুক্তিযুদ্ধের ইতিহাস, উন্নত জীবন, রোড টু সাকসেস, থিংক এণ্ড গ্রো রিচ, রোড টু সাকসেস সহ শিশু যুবাদের আত্মোন্নয়নে ভূমিকা রাখার মতো বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাজীব উল আহসান,সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক শেখ খলিলুর রহমান ইকবাল,সাংবাদিক মহসিন মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পরে নেত্রকোণা কালেক্টরেট স্কুলে অবশিষ্ট বইগুলো বিতরণ করেন, প্রধান শিক্ষক অমলেন্দু সরকার। এই বিষয়ে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই প্রদান করছি আমরা কিন্তু বইটির মূল্য বেশি; শিশু যুবারা সহজমূল্যে বইটি কিনুক, তারা সম্মানবোধ করুক যে, দানে নয়, বইটি তারা সহজ মূল্যে সংগ্রহ করেছে।  বই সংগ্রহ ও পাঠাভ্যাস বৃদ্ধি হোক এই আমাদের প্রকৃত চাওয়া, তিনি আরো বলেন, একমাস পর শিক্ষার্থীরা পাঠ প্রতিক্রিয়া লিখে জমা দিবে, তারপর পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা হবে। দেশব্যাপী এ কর্মসূচি বৃদ্ধির লক্ষ্যে বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন জলসিঁড়ি পাঠাগারের কর্মীরা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত