বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
১৮৪ কোটি টাকায় নির্মিত, ৪২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ২:৩৬ PM

খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীর্ঘ প্রত্যাশিত ১৮৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িসহ দেশের ২৫টি জেলায় একযোগে ১০০টি সেতুর শুভ উদ্বোধনকালে খাগড়াছড়িবাসীর সাথে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুগুলোর শুভ উদ্বোধন করেন।

সেতুগুলো উদ্বোধন উপলক্ষে ব্যানার, পোস্টারে ছেয়ে যায় খাগড়াছড়ি শহর। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করে বিশাল মঞ্চ।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা মঞ্চে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের নবনির্মিত শতাধিক সেতুর সাথে দীর্ঘ প্রত্যাশিত খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে ১৮৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ উদ্বোধন অনুষ্ঠানে (গণভবনে) সভাপতিত্ব করেন। উদ্বোধন উপলক্ষে এসময় খাগড়াছড়িতে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত