ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এইচএসএস সড়ক থেকে বিএনপি নেতা-কর্মীদের মিছিল বের করার সময় ছাত্রলীগের কর্মীরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ দাবি করেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ঝিনাইদহ স্টেডিয়ামের সামনে থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় শহরের পুরাতন ডিসি কোর্টের কাছে মিছিলটি পৌঁছালে ছাত্রলীগ হামলা করে। এ সময় ৬ নেতা-কর্মী আহত হয়েছে।
তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির পার্টি অফিসেও হামলা চালায় ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল ইমরান জানান, বিএনপির মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়। তাই ছাত্রলীগ সেটাকে প্রতিহত করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঝিনাইদহ সদর থানা ওসি শেখ সোহেল রানা জানান, পুলিশ ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুই পক্ষকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক বা মামলা হয়নি।
-বাবু/এ.এস