বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজশাহীতে ফেন্সিডিলসহ আটক ৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৩:২৫ PM
নাটোর জেলার সদর থানাধীন পূর্ব হাগুরিয়া এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা (২১ কেজি),ফেন্সিডিল (১১৩ বোতল), প্রাইভেট কার ২টি, মোবাইল ৫টি  উদ্ধার করেন। আসামি শাহিন হোসেন সবুজ (২৭), আসাদুল ইসলাম (২৫), হৃদয় মোল্লা (২৫),কে গ্রেপ্তার করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ২টি প্রাইভেট কারে বহন করে মাদকদ্রব্যসহ বগুড়া হতে রাজশাহীর দিকে আসছে। বিষয়টি জানামাত্রই র‍্যাবের গোয়েন্দা দল নাটোর জেলার নাটোর সদর থানাধীন পূর্ব হাগুরিয়াস্থ মেসার্স এফএনএ ফিলিং স্টেশন, প্রো. মো. তারেক হোসাইন (৬০) হাগুরিয়া ব্রীজের উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট করাকালীন রাত ১.৪৫ মিনিটে বগুড়া হইতে রাজশাহীর দিকে ২টি সাদা রংয়ের প্রাইভেট কার চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে থামানো হলে চার জন ব্যক্তি প্রাইভেট কার ২টি এর দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করা হলেও ১ জন কৌশলে পালিয়ে যায়।

তাদের জিজ্ঞাসাবাদে জানায়  প্রাইভেট কারটির মধ্যে লুকায়িত অবস্থায় পিছনের ব্যাকডালা বক্স এর ভিতরে গাঁজা ও ফেন্সিডিল আছে। পলাতক অজ্ঞাতনামা ১ জন আসামিসহ পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য গাঁজাগুলো এবং মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে রাজশাহীর দিকে নিয়ে আসছিলো।

আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৬(১) সারণি ১৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত