ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা স্বামী স্ত্রী বলে ধারণা পুলিশের।
রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনালিয়াবাড়ি ১১ নম্বর ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলের দুই আরোহী বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি আনালিয়াবাড়ি এলাকার ১১ নম্বর ব্রিজের উপর উঠলে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ নিহতদের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাবু/জেএম