সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
পঞ্চগড়ে দুই দিনব্যাপী সাহিত্য মেলা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭:২৬ PM
পঞ্চগড়ে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারী অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব আসাদুজ্জামান।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন অতিথিরা। জেলা সাহিত্য মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য বাংলা একাডেমির পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম, বাংলা একাডেমির সাধারণ সম্পাদক আবিদ করিম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা সকলকে ভার্চুয়াল জগতের মোহ থেকে বেরিয়ে এসে বই মুখী ও সাহিত্য মুখী হবার আহ্বান জানান। নিজেদের জ্ঞানের ভান্ডার আরো বেশি সমৃদ্ধশালী করতে বেশি বেশি করে কবিতা, ছড়া, উপন্যাস লেখার অনুরোধ করেন তারা। মেলার শুরুতে কবি, সাহিত্যিক ও লেখকদের রেজিস্ট্রেশনের মাধ্যেমে তালিকা প্রনয়ন করছে জেলা প্রশাসন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত