এ ঘটনায় মোটরসাইকেলের থাকা এক আরোহী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মো. ইমদাদকে (২৫) আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত শহিদুল শেখ বোয়ালমারী উপজেলার বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বৃহস্পতিবার বিকেলে জানান, শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থেকে বোয়ালমারী আসার পথে বিপরীত দিক থেকে যাওয়ার সময় বেলজানী চরপাড়া মাদরাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টলি চালক টলি নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে শহিদুল ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা হতাহত দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিলে আহত ইমদাদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত শহিদুলের লাশ মহম্মদপুর থানা পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট করেছে।
বাবু/জেএম