রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬:৩২ PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি বহনকারী ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শহিদুল শেখ (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী চরপাড়া মাদরাসার সামনে সাতৈর-মহম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলের থাকা এক আরোহী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মো. ইমদাদকে (২৫) আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত শহিদুল শেখ বোয়ালমারী উপজেলার বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বৃহস্পতিবার বিকেলে জানান, শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থেকে বোয়ালমারী আসার পথে বিপরীত দিক থেকে যাওয়ার সময় বেলজানী চরপাড়া মাদরাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টলি চালক টলি নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে শহিদুল ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয়রা হতাহত দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিলে আহত ইমদাদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত শহিদুলের লাশ মহম্মদপুর থানা পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট করেছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত