শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১২:৩২ AM

বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল(২১) নামে এক যুবক খুন হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক মারা গেছেন। তার বুকের নিচে এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার  মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। 

 তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য বিপুল এর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। 

-বাবু/এ.এস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত