ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আট কেজি গাঁজাসহ আলমগীর মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। আটককৃত আলমগীর মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড বড় হরন (আলগাপাড়া) এলাকার শফিক মিয়া ছেলে।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সরাইল সার্কেল মো. আনিছুর রহমান দিকনির্দেশনায় ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন নির্দেশে মো. শেহাবুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/মো. জয়নাল আবেদীন-২ নেতৃত্বে এএসআই (নিরস্ত্র)/সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/শফিউল হক, এএসআই (নিরস্ত্র)/ রুবেল আখন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া নামক মোড় হইতে আসামি মো. আলমগীর মিয়াকে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শেহাবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আলমগীর মিয়াকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
বাবু/জেএম