বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার ১
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৭:০২ PM
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসতা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে মো. আজিম বেপারীর পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মো. রিয়াজ বেপারী কেশা (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করেছেন কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ।

এ বিষয়ে ভুক্তভোগী আজিম বেপারী বলেন, আমাদের দখলীয় জমিতে থাকা পিটকিল গাছে মৌমাছির চাক হইতে অভিযুক্তরা এবং আমরা যৌথভাবে মধু সংগ্রহ করে ভাগাভাগি করে নিতাম। কিন্তু গত ৯ নভেম্বর অভিযুক্ত রিয়াজ বেপারী মধুর চাক কাটার লোক নিয়ে আসলে। মধু না পেয়ে দলবল নিয়ে আমাদের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। 

এসময় গুরুত্বর আহত হন- আজিম বেপারী(৬০) তার স্ত্রী শারমিন বেগম(৫০) ও ছোট ছেলে আশিক বেপারী (২৫)। এ বিষয়ে গত সোমবার পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ওসি মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় জড়িত প্রদান আসামি রিয়াজ বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত