রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
কালিহাতীতে চুরি ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮:০০ PM
টাঙ্গাইলের কালিহাতীতে শীতকালে চুরি, ছিনতাই রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে কালিহাতী থানা পুলিশের উদ্যোগে বিশেষ টিম গঠন করে উপজেলার বল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে গিয়ে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

এসময় ওসি মোল্লা আজিজুর বলেন, থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। শীতকালীন সময়ে চুরি, ছিনতাই ও মাদক রোধে উপজেলাব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৬ নভেম্বর) পুলিশের বিশেষ টিম গঠন করে বল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে গিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, মাদক বন্ধে, চুরি/ডাকাতি ঠেকাতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে। এসময় তিনি চুরি ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং এ ধরনের অভিযান প্রত্যেকটি ইউনিয়নে পরিচালিত হবে বলেও জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত