বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে সেনা সার্জেন্ট
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:১৫ PM
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. আব্দুল আলীম নামে এক সেনা সার্জেন্ট। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা দেড়টার দিকে ওই ট্রেন থেকে নামিয়ে আব্দুল আলীমকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

তাঁর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে। আব্দুল আলীমের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইন ঘাটে। তিনি চট্টগ্রামে কর্মরত আছেন। আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম স্টেশন থেকে চট্টলা একপ্রেস ট্রেনে চড়েন আব্দুল আলীম। 

যাত্রীদের ভাষ্য অনুযায়ি চলন্ত অবস্থায় তিনি কিছু খাওয়ার পরই অজ্ঞান হন। তাঁর কাছে থাকা জিনিসপত্র তখন নিয়ে যায়। ট্রেনে কর্তব্যরত লাকসাম রেলওয়ে থানার পুলিশ বিষয়টি বুঝতে পেরে বিষয়টি আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে অবহিত করে। ট্রেনটি দেড়টার দিকে আখাউড়া এলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। ওই ব্যক্তির কাছে তার চাকরি সংক্রান্ত একটি কার্ড পাওয়া গেছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা বলেন, ‘দুপুরের দিকে দু’জন রেলওয়ে পুলিশ অচেতন এক ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসেন। রোগী কোনো কিছুই বলতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে খাবারের সাথে এমন কিছু মেশানো ছিলো যাতে তিনি অসেচতন হন। ওই ব্যক্তিকে সব ধরণের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আখাউড়া রেলওযে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম শিকদার সাংবাদিকদেরকে জানান, ট্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত জ্ঞান ফিরে আসে নি। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত