লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উক্ত ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন লালমনিরহাট-১( হাতীবান্ধা- পাটগ্রাম) নির্বাচনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
উদ্বোধন শেষে নবনির্মিত ভবন প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাজির হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা আওমীলীগ সাংগঠনিক সম্পাদক রওশন হাবীব খান মানিক,অফিসার ইনচার্জ শাহা আলম।
উপজেলা প্রকৌশলী নজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
বাবু/জেএম