টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক আটাবাড়ী গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আমার সার্বক্ষণিক চিন্তা-চেতনা বীরবাসিন্দা ইউনিয়নকে ঘিরে। সবাইকে সঙ্গে নিয়ে বীরবাসিন্দা ইউনিয়নকে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, জাতির পিতার কন্যা আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ফলে কালিহাতী উপজেলা তথা সারা বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি সরকারের এই উন্নয়ন কর্মকান্ডগুলো নিজের ইউনিয়নের মানুষের শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান চিকিৎসাসেবা ও যোগযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধনে নিজেকে কাজে লাগানোর দৃঢ় মনোবলের কথা জানান। তিনি বিশ্বাস করেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রধান শেখ হাসিনা তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করবেন। তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে বীরবাসিন্দা ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার কথা জানান।
আয়োজিত মতবিনিময় সভায় আবু হানিফ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম তালুকদার মাসুদ, দপ্তর সম্পাদক আঃ সাত্তার মিয়া, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মসিউস সুন্নাহ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ হালিম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক, জোয়াইর গ্রামের আবুল কাশেম, বিটেক ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান, বীরবাসিন্দা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আকবর হোসেন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আটাবাড়ী গ্রামের রহিজ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা আব্দুল খালেক কে সমর্থন জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
-বাবু/এ.এস