শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আখাউড়ায় কিশোর গ্যাংয়ের হাতে অপহৃত যুবক উদ্ধার, আটক ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৯:৩০ PM

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এর উৎপাত বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। কিশোর অপরাধীরা গ্রুপ সৃষ্টি করে বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে। আধিপত্য বিস্তার, ছিনতাই, চুরি, মাদক সেবন ও বিক্রি, মেয়েদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে ভবিষ্যৎ সমাজের সম্ভাবনাময়ী এসব তরুণ এবং কিশোর সদস্যরা।

এবার আরিয়ান মিয়া মোস্তাকিম (২২) এক যুবককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে আখাউড়া থানা মামলা হয়েছে চিহ্নিত কয়েকজন কিশোর গ্যাং এর সদস্যের বিরুদ্ধে। আরিয়ান মিয়া মোস্তাকিম উপজেলার উত্তর ইউপির আজমপুর গ্রামের সর্দার বাড়ির মো. হারিছ মিয়ার ছেলে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে ভিকটিম মোস্তাকিমের মা মনোয়ারা বেগম আখাউড়া থানায় একটি মামলা করেছেন। এলাকাবাসীর  সহায়তায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক হলো পৌরশহরের নারায়ণ পুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে মোঃ রকি (২০)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের বাইপাস সড়কে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্টে গেলে কিশোর গ্যাং লিডার শাওন আরিয়ান মিয়ার কাছে কিছু টাকা চায়, সে টাকা দিতে অস্বীকার করলে শাওনের সাথে থাকা অন্য সদস্যরাসহ আরিয়ান মিয়াকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক অপহরণ করে সদর থানাধীন পাইকপাড়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে আটক রেখে তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে আরিয়ান মিয়ার মায়ের কাছে একাধিকবার ফোন দিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন এবং টাকা না দিলে আরিয়ানকে খুন করার হুমকি দেয়। পড়ে তৎক্ষণাত ১৮ হাজার টাকা নগদ একাউন্টে পাঠালে তারা আরিয়ানের মোবাইলটি বন্ধ করে দেয়।

পরদিন সকালে পাইকপাড়া এলাকা থেকে আরিয়ানের মাকে ফোন করে জানানো হয় পাইকপাড়া থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় আমার ছেলের ডাক চিৎকারে এলাকাবাসী কিছু দুষ্কৃতকারীর নিকট থেকে আমার ছেলেকে উদ্ধার করে একজন দুষ্কৃতকারীকে আটক করেছে।

এ ব্যপারে আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাওন ৪/৫ দিন আগে একটি মামলায় জামিনে বের হয়ে এসেছে। আমরা এদেরকে নজরদারিতে রেখেছি। তাদেরকে  ধরার জন্য অভিযান চলমান আছে। আশা করি খুব শিগ্রই তাদেরকে আটক করতে পারব।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত