সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
আমতলীতে বাসের চাপায় শিশুর মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৫১ PM
বরগুনার আমতলীতে চুনাখালি বাজার সংলগ্ন বাসের চাপায় এক শিশু নিহত হয়েছেন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আমতলী চুনাখালী বাজার ব্রিজ সংলগ্ন ঢাকাগামী জুবায়ের পরিবহনের বাসের চাপায় এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন।
 
নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র। শনিবার (১৯ নভেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে আমতলীর চুনাখালী বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-২০২৭) বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কের আমতলী চুনাখালী বাজার সংলগ্ন আসতেই রাস্তার পূর্ব থেকে পশ্চিম দিকে পার হতে দৌড় দিলে গাড়ির চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে (৬) মৃত ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত