খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভোবে বালু উত্তলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ লাখ টাকার বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় একটি অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
এসময় অবৈধ বালুমহালে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি পাম্প মেশিন ও পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। তবে অবৈধ বালু মহালের মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত বালু ও মালামাল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
বাবু/জেএম