রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কলমাকান্দায় সংখ্যালঘুর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:১৮ PM

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চয়ন কান্তি ঘোষ (৬৫) নামের এক সংখ্যালঘুর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে মো. সাদেক আলীর (৫৫) বিরুদ্ধে। উপজেলার কৈলাটী ইউনিয়নের কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে। চয়ন কান্তি ষোঘ ওই এলাকার মৃত ধীরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। আর অভিযুক্ত মো. সাদেক আলী চয়নের বাড়ির কেয়ারটেকার ছিলেন। এনিয়ে চয়ন কান্দি ঘোষ বাদী হয়ে মো. সাদেক আলীসহ চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে চয়ন কান্তি ঘোষ জানান, তার বাবা ধীরেন্দ্র চন্দ্র ঘোষ প্রায় ত্রিশ বছর আগে স্থানীয় শচীন্দ্র কুমার এস নামের এক ব্যক্তির কাছ থেকে সাবেক দাগ ৭৮২ ও হাল ১০২১ দাগে .৩৫ শতাংশ জায়গা সাফ কাওলা মূলে ক্রয় করেন। ওই জায়গা থেকে .৩২ শতাংশ জায়গা সাফ কাওলা মূলে তিনি অন্যত্র বিক্রি করে দেন। তার বাড়িতে কাজকর্ম করার সুবাধে সাদেক আলীকে বাকী জায়গা থেকে কিছু জায়গায় একটি ঘর করে থাকতে দেন তিনি। সম্প্রতি তাকে না জানিয়ে ওই ঘরটি ভেঙে একটি নতুন ঘরের কাজ শুরু করেন সাদেক। তাতে তিনি বাঁধা দিলে সাদেক জায়গাটি সরকারের দাবি করে তার নিটক ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না হলে জায়গার দখল ছাড়বেন না বলে জানান সাদেক।

জায়গার কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সাদেক আলীর ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই সরকারি জায়গায় বসবাস করছেন। সরকারের প্রয়োজনে তিনি জায়গা ছেড়ে দেবেন। অযথা চয়ন কান্তি ঘোষ আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
 
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ বিষয়ে চয়ন কান্তি ঘোষ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত