রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
প্রিজন ভ্যান হতে পালানো সেই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭:০১ PM

কক্সবাজারের উখিয়া থানা থেকে প্রিজন ভ্যান করে আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই রোহিঙ্গা আসামির নাম মজিবুল আলম প্রকাশ মজিয়া (২৮)৷ এফসিএন-৫০৬৯৩৬, ব্লক-ডি/১৩, ক্যাম্প-২/ওয়েস্ট'র দীন মোহাম্মদ এর ছেলে৷

শনিবার (১৯ নভেম্বর) চৌকস পুলিশ অফিসার শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়া-টেকনাফ মহাসড়কের কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়৷

প্রিজন ভ্যান হতে পালানো আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

বাংলাদেশ বুলেটিনকে তিনি বলেন, এসপি মাহফুজুল ইসলাম'র নির্দেশক্রমে এবং এডিশনাল এসপি শাকিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে মজিবুল আলমকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান (এলজি) এবং ০১ (এক) রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেফতার করা হয়৷

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মহান আল্লাহর কাছে শোকরিয়া৷ এ ঘটনাকে কেন্দ্র করে ৫জন পুলিশ্য সদস্য ক্লোজ হওয়ার আইনি প্রক্রিয়া চলছিল৷

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর উখিয়া থানা থেকে প্রিজন ভ্যান করে ১২ জন আসামিকে আদালতে নিয়ে যাওয়ার পথে রামু সেনানিবাস পর্যন্ত আসলে হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে গ্রেপ্তার রোহিঙ্গা মজিবুল আলম পালিয়ে যান৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত