প্রতি বছর ১৯ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী নারী উদ্যোক্তা নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে অবদানের জন্য নারীর উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং অনুপ্রাণিত করতে পালিত হয় নারী উদ্যোক্তা দিবস। নতুন নতুন উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় ময়মনসিংহের গফরগাঁওয়ের জুলেখা খাতুন সোমা।
শূন্য থেকে শুরু করা নারী উক্তোক্তা জুলেখা খাতুন সোমা। তিনি আজ ময়মনসিংহের হাজারো নারী উদ্যাক্তাদের আইডল।
গফরগাঁও উপজেলার এ প্রথম সারির একজন নারী উদ্যাক্তা যিনি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একজন নারী উদ্যাক্তা হিসেবে নিজ এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করেছেন।
তিনি চার বছর আগে মাত্র ৩৩ হাজার টাকার পুঁজি নিয়ে গফরগাঁও পৌরশহরের মধ্যেবাজারে নিজ বাসা N S P House নামে একটি অনলাইন এবং অফলাইনে পাশাপাশি জুলেখা খাতুন, আলতাফ গোলন্দাজ ড্রিগ্রী কলেজের অর্থনিতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন কলেজ ও সংসার সামলিয়ে নানা প্রতিবন্ধকতা শেষে আজ তিনি একজন সফল নারী উক্তোক্তা।
জুলেখা খাতুন সোমা ইতিমধ্যে তিনি স্মার্ট নারী উদ্যোক্তা ICT GRANT হিসেবে সম্মাননা পেয়েছেন এবং উক্তোক্তাদের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইকবাল বাহার স্যারের "নিজের বলার মত গল্প" গ্রুপ থেকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নারী উদ্যাক্তার সম্মাননা পেয়েছেন।
আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের ছাত্রী মাকসুরাতুল ফেরদৌসী রুমকি বলেন, ম্যাডাম আমাদের পিছিয়ে পড়া নারীদের আইডল। উনার অনুপ্রেরণায় আমি বিজনেস শুরু করছি এবং আমার মত অনেকেই ম্যাডাম কে দেখে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।
জুলেখা খাতুন সোমা বলেন, নারী উদ্যোক্তা দিবসে সকল নারীদের জানাই শুভেচ্ছা এবং দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস থাকলে যথোপযুক্ত কর্ম পরিকল্পনার মাধ্যমে সংসার করার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।
গফরগাঁও প্রেসক্লাব সভাপতি শফিকুল কাদির বলেন নারী উদ্যোক্তা দিবসে সবাই কে জানাই শুভেচ্ছা। জুলেখা খাতুন সোমা শুধু নিজে কাজ করছেন না, বেকার যুব নারী-পুরুষদের উৎসাহ জোগাচ্ছেন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বহু নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন । সোমাকে অনুসরণ ও অনুকরণ করে অন্য নারীরাও উদ্যোক্তা হিসেবে আরও নারী এগিয়ে আসবে।
-বাবু/এ.এস