শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মেধার জাগরণে তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১১:৫৮ AM আপডেট: ২১.১১.২০২২ ২:৫২ PM
বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার কোম্পানীবাজার তিনটি পরীক্ষা কেন্দ্রে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী তাদের মেধা যাচাইয়ের লড়াইয়ে অবর্তীর্ণ হয়। এসময় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কোলাহলে ব্যতিক্রমী এক পরিবেশের সৃষ্টি হয়। তারা মনের আনন্দে উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশ নেয়।    

বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে ৩৩৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৩৩১ জন ছাত্র-ছাত্রী। এসময় ২০ জন কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।  কেন্দ্র সচিব ছিলেন ৩ জন ও সহকারী কেন্দ্র সচিব ছিলেন ৩ জন। তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় পৃষ্ঠপোষকতা করছেন গীতকবি সালেহীন সাজু। 

বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাহী কর্মকর্তা ছিলেন রুবীরহাট বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেচু লাল কর্মকার এসময় জানান, ‘তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অত্যান্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-ছাত্রীরা বিপুল উদ্দীপনার মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা পরিচালনা কমিটি অত্যান্ত দক্ষতা সাথে সুচারুভাবে কাজ এগিয়ে নিয়ে এসেছেন।’ 

তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক রুবীরহাট বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম সালাউদ্দিন। এসময় তিনি গণমাধ্যমকে জানান, ‘সবার অশেষ সহযোগিতায় সফলভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রায় তিনশতাধীন শিক্ষার্থী অংশ নিয়েছেন। সবার ব্যাপক সাড়া পেয়ে আমরা সত্যিই উৎফুল্লা। আগামী দিনে উপজেলা ব্যাপী তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি। ’ 

প্রধান নিরক্ষকের দায়িত্ব পালন করেন হাতিয়া শহর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন চন্দ্র কর্মকার। বৃত্তি পরীক্ষায় মনিটর হিসেবে দায়িত্ব পালন করেন তৈয়ব আলী ফাউন্ডেশন এর উপদেষ্টা ফখরুল ইসলাম স্বপন ও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল। এসময় মানবিক বন্ধুইউনিটের সভাপতি নাদিমুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল রাত ৮টায় ঘোষণা করা হয়। 

ফলাফল ঘোষণার পর তৈয়ব আলী স্মৃতি বৃত্তি'র পৃষ্ঠপোষক কবি সালেহীন সাজু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ' তৈয়ব আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা”র সফল ও সার্থক আয়োজনের মাধ্যমে  দীর্ঘ ২ মাসের অক্লান্ত পরিশ্রমের সমাপ্তি ঘটেছে। যাঁদের শ্রমে, ঘামে এই অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে।'

এসময় তিনি আরো বলেন, 'ভবিষ্যতেও সবার সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে তৈয়ব আলী ফাউন্ডেশন কাজ করে যাবে।'

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত