উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ৯ টার দিকে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান প্রমুখ।
বর্তমান সরকারের অবকাঠামোগত নানা উন্নয়নমুখী কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবহারে এগিয়ে নিতে মেলাতে জেলার সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় তরুণ শিক্ষার্থীরা তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 'এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (ডিজিটাল সেন্টার, পোস্ট ইস-সেন্টার, ই-কমার্স, অন্যান্য আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ) ও প্যাভিলিয়ন-৪ এ (শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান) সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ টি স্টল অংশ নিয়েছে।
উদ্ভাবনী মেলায় দিনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট সঞ্চালনায় অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
পরে অতিথিরা মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
-বাবু/এ.এস