নাসিরনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল আহ্বায়ক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে গোকর্ণ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ওই কলেজের ডিগ্রী কোর্সের শেষ বর্ষের ছাত্র। তিনি উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে উত্যক্ত করত ইয়াছিন। সহপাঠীদের মাধ্যমে প্রেম প্রস্তাবও দিত। সে প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের হুমকি দেয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঘরে পড়ালেখা করার সময় ভুক্তভোগীর রুমে প্রবেশ করে ইয়াছিন। ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্ঠাও করে। তার চিৎকারে অন্য ঘরে ঘুমিয়া থাকা তার বড় ভাই আসলে ঘটনাস্থ থেকে পালিয়ে যায় ইয়াছিন। এরপর ওই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি ধর্ষণ চেষ্ঠার মামলা দায়ের করেন। মামলার পরেই এসআই আরিফরে নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আটক করে ইয়াছিনকে।
উপজেলা ছাত্রদলে সভাপতি মো. জমশেদ মিয়া জানান, ঘটনা সত্য হলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, নাসিরনগর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিনের বিরুদ্ধে একজন ভুক্তভোগীর বাবা ধর্ষণ চেষ্ঠার অভিযোগ করে মামলা দায়ের করেন। মামলার পর আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি।
বাবু/জেএম