নারায়ণগঞ্জের আড়াইহাজারে সহকর্মীর টর্চের আঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ হোসেন (৬০) নামে এক নৈশপ্রহরী। বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিতপুরা বাজারে এ ঘটনা ঘটে। মোহাম্মদ হোসেন উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত মো. হাসিবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উচিতপুরা বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন আগুয়ান্দি গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হোসেন আলী এবং একই গ্রামের হাসিবের ছেলে মোহাম্মদ হোসেন। বুধবার ভোরের দিকে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় হোসেন আলী পাহারাদার মোহাম্মদ হোসেনকে টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভোরের দিকে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আসামি হোসেন পলাতক আছেন।
বাবু/জেএম