পঞ্চগড় সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহার করায় ফারুক (৩২) নামে এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।সাজাপ্রাপ্ত ফারুক ধাক্কামারা ইউনিয়নের দোমনী সরকারপাড়া গ্রামের দুলু ইসলাম ছেলে।
জানা যায়, ফারুক বুধবার দুপুরে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের অফিস কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের সঙ্গে টিসিবি পণ্যকে কেন্দ্র করে তার সঙ্গে দুর্ব্যবহার করে।
এ সময় ইউপি চেয়ারম্যান দুলাল পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হককে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র পালসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন
বাবু/জেএম